STORYMIRROR

Amitrosudan Bose

Abstract Inspirational

3  

Amitrosudan Bose

Abstract Inspirational

কুয়ারেন্তাইন

কুয়ারেন্তাইন

1 min
235

Quarantine এ query আছে, তাও শরীর টুকুই বন্দি হতে পারে,

চোখ বুজলেই যেখানে খুশী যাও, দার্জিলিং আজ নামুক গঙ্গাধারে,

ভয়ের চোটে প্রেসার বাড়ছে দেদার, চোখের সামনে কমছে প্রাণের দাম,

পাশের পাড়ার একটা ছেলে কেদার গাইছে বসে "We shall overcome! "


ইতিহাসেতেও হয়েছে মহামারি, মানুষ আগেও মরে গেছে দেশভাগে,

ছেড়েছিলো সব যে যার নিজের বাড়ি, সভ্য হতেও মাশুল দিতে লাগে!

প্রেমিক যুবক সেও ঠিকই জানে, এই শুরুটার শেষের হিসেব নেই,

হয়তো কোনো জমে থাকা অভিমানের অঙ্ক শেষে, ভাগশেষ থাকবেই!


এখন যারা মৃত্যু দশায় পরে, তাদেরকে কি শহীদ বলে কেউ?

তারাই যাচ্ছে নতুন সমাজ গড়ে, তারাই থামালো জাত - বিভেদের ঢেউ!

আমার দেশের স্বাস্থ্যবাজেট কম, সব খরচই "পাকিস্তানী" খাতে,

এই মৃত্যুপুরী বড়ই মনোরম, মরছে মানুষ ইভিএম - এর হাতে!


শেষের শুরুর শুরু হলো দিনগোনা,এ দিনগোনার শেষ কি আদৌ আছে?

বাকি সবটাই সময়ের কাছে শোনা, শেষের সেদিন অপেক্ষাতেই আছে,

ভুলে গেছিলাম বন্দি হয়ে আছি, শেষ তোমাকে জানিনা দেখেছি কবে,

সব থেমে গেলে দেখা হবে যদি বাঁচি, নয়তো আমাকে মনে রেখো বিপ্লবে!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract