STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

3  

SUBHAM MONDAL

Abstract Fantasy Others

স্বীকারােক্তি

স্বীকারােক্তি

1 min
168

স্বৈরাচারী বৈঠক; স্বরচিত হেমলক।।

 অসংযমী অচলায়তন; সেলুলয়েড সংবহন| 

আর্তনাদের কারখানা; আরােগ্যের জেলখানা ।

দূরত্বের ক্লোরােফিল; আসক্তির মেহেফিল।

একপ্রস্ত পিছুটান; জিভের ডগায় আত্মসম্মান।

চোখের তারায় নস্টালজিয়া; ঠোঁটে ঠোঁটে পরকীয়া| 

শব্দ-বীজ একরত্তি; অনাবশ্যক স্বীকারােক্তি।

বৈরাগ্য কাল্পনিক; অযাচিত সাম্মানিক।

প্রগলভতার অনার্দ্র খাম; মনপাড়াতে ট্র্যাফিক জ্যাম।

ভালােবাসার ছদ্মনাম; কালবেলার বদনাম‌‌।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract