STORYMIRROR

Nandita Pal

Abstract Inspirational

4  

Nandita Pal

Abstract Inspirational

সাজো

সাজো

1 min
298

পৃথিবী তুমি সাজো নতুন করে,

সকালবেলার কচিকাঁচার স্কুলের কোলাহলে,

লোকাল ট্রেনে দূর শহরে সব্জি নিয়ে পাড়ি,

জীবনের তাগিদে ঘর থেকে দূর থেকে দূরে-

ভরা এক উদ্যমে নতুন সুরে তুমি ফেরো।


সোনারোদে যখন আকাশ রাঙা,

আবার যদি বাবার ক্লান্ত স্বরে ডাকা

হারিয়ে যাওয়া মানুষগুলো অবাক করে ফেরা,

সত্যি যদি এমন হত সেদিন!

সাঝপুকুরে হাঁসের দলের অলস ভেসে চলা-

স্মৃতির দুয়ার খুলে দিয়ে কত কথা বলা।


সাজো যদি ওই বৃষ্টিতে

রংবাহারি ছাতায় আমি প্রিয়ার সাথে,

হাত খানি আজ ও শক্ত করে ধরে;

শরতের খেয়ালি আকাশে মহালয়া

খুশির ঢেউয়ে স্নান করেছো তুমি

পায়ে পায়ে কখন যেন ভারি শীতে কাঁপা

চিরবসন্তে সাজো তুমি খোঁপায় স্বর্ণ চাঁপা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract