STORYMIRROR

Anjishnu Mukhopadhyay

Abstract Romance Tragedy

3  

Anjishnu Mukhopadhyay

Abstract Romance Tragedy

সাজিয়ে রাখার তারা

সাজিয়ে রাখার তারা

1 min
211

ভেঙেচুরে যাওয়া আকাশ থেকে পায়ের কাছে একটি তারা এসে পড়লো।

মনে পড়লো তুমি নাকি বলেছিলে, প্রেমে পড়লে এই রকম হয়।

আমি বিশ্বাস করিনি।

তোমাকেও না

তোমার ভালোবাসাকেও না।

তুমি কেঁদেছিলে, 

আমি তোমার কান্না কেও মানিনি

আমি এরকমই, কি করবে বলো।


তবে তুমি মিথ্যে বলো নি।

আমার মতো মানুষ কেও একদিন ভালোবাসতে শিখতে হলো।

তবে আমার ভালোবাসাটা খোকলা

ঠিক আমার মতোই।


চিন্তা করো না।

 আমি বিন্দাস আছি

আমার আকাশ তা ভাঙা হলে কি হবে

তারা টা সাজিয়ে রাখার showcase ta তো দামি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract