STORYMIRROR

Anjishnu Mukhopadhyay

Abstract Inspirational

2  

Anjishnu Mukhopadhyay

Abstract Inspirational

আমি কে?

আমি কে?

1 min
163

রাস্তার পাশে গুটিসুটি হয়ে শুয়ে আছি,

কোন রাস্তা? কেন ধ্বংসের রাস্তা,

যে রাস্তা দিয়ে প্রতিদিন তোমরা হেটে যাও।

প্রতিদিন তোমাদের এক একটি পদক্ষেপে কেঁপে ওঠে ব্রহ্মাণ্ড।


কি হলো এখনো রাস্তা টা চিনতে পারো নি,

সে কি?

আজ সকালেই তুমি যে দুজনের চাকরি খেলে অফিসে,

তখন তো ওই রাস্তা দিয়েই হেঁটে ছিল,

কাল যখন তুমি তোমার বউ ওর গায়ে হাত তুলেছিলে,

তখনও তো এই রাস্তাই তোমার জীবনপথ হয়েছিল।



আমি এখানে কি করছি,

কেন, সূর্যাস্ত দেখছি

ও তোমরা দেখতে পারবে না

তোমাদের সূর্য অনেকদিন আগেই মরে গেছে।

যেদিন তোমরা প্রথমবার মানুষ মেরেছিলে,

প্রথমবার এই পথ তৈরি করেছিল,

সেইদিন তোমাদের সব আলো শেষ হয়ে গিয়েছিল।


আমি তোমাদের ভালোবাসতাম, তাই হাল ছাড়িনি।

নিজের সূর্য টাও ভাগ করতে চেয়েছিলাম,

তোমাদের ক্যাটক্যাটে অট্টালিকা 

আর আমাদের মধুর সবুজের মধ্যে দিয়ে,

 হাঁটতে শুরু করেছিলাম

তোমাদের অন্ধকার মস্তিষ্কে আলো ফেরানোর প্রতিজ্ঞা নিয়ে।

অনেক, অনেক অনেক বার চেষ্টা করেছি, পারিনি।


তোমরা ভালোবাসতেন জানো?

সত্যি?,

না তোমরা জানো না

তোমাদের ভালোবাসাও এক ঢং

 আত্মশ্লাঘার এক প্রকাশ।

 প্রেম তোমাদের কাছে অহং

 কাম ও যুদ্ধ।



এবার যাও তো

তুমি তোমার যাত্রা শেষ করো,

তোমরা এই পথ টা ভুলতে শেখোনি কখনো।

সূর্যাস্ত টা ভালো করে দেখতে দাও আমায়

আবার যদি না ওঠে।


আমি কে?

কেন, আমাকেই তো তুমি দুটো বিস্কুট দিয়ে ভুলিয়ে রাখো

আমি কেউ নয়

রাস্তায় শুয়ে থাকা এক কুত্তার বাচ্চা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract