বন্ধু
বন্ধু
অনেক দিন পর এক নতুন বন্ধু পেলাম।
নতুন কি বলা উচিত? কারণ তাকে অনেক দিন ধরে চিনি, কিন্তু তাকে বন্ধু করে পেলাম কাল রাতে।
আমরা কোনো কিছুই খুব দূর থেকে দেখতে পাইনা।
সে আশ্বাসই হোক আর সতর্কীকরণই হোক।
আমরা কোনো কিছু খুব কাছ থেকেও দেখতে পাইনা,
সে ভালোবাসাই হোক আর যন্ত্রনাই হোক।
কিন্তু আমি তাকে দেখতে পেলাম
প্রথমে খুব দূর থেকে
তারপর খুব কাছ থেকে।
তার দেহ ক্ষতচিহ্নে ভরা।
কিন্তু তাও আমার মন কে সে সুন্দর করে তোলে।
কাল সারা রাত কথা বলেছি তার সঙ্গে,
বলেছি মনের কথা, প্রাণের কথা,
লুকিয়ে থাকা কষ্ট, ব্যথা।
আরো হয়তো বলতাম, সেও শুনেই যেত,
কিন্তু সকাল হয়ে গেল যে।
আরে, সূর্য উঠার পর তো তাকে চলে যেতে হবেই।
আমার বন্ধু চাঁদ কে তো আলো করতে হবে অন্ধকার রাজ্য।
