র্যালির রুটম্যাপ ১
র্যালির রুটম্যাপ ১


কুয়াশাঘেরা সকাল,
শুনশান চারধার,
শীতে জড়সড় হাল,
হুগলী নদীর পশ্চিম পাড়।
ছোটখাটো নিরিবিলি শহর,
সাজানো গোছানো বেশ,
সুন্দর শহর চন্দননগর,
শোভাযাত্রায় আগ্রহী বিশেষ।
ছোট থেকে বড়ো সব,
অনুষ্ঠানে অবশ্য সামিল,
ব্যাণ্ড সহযোগে সরব,
জনসমুদ্রের বিরাট মিছিল।
ছোট্ট বিবেক স্কুলের পথে,
আটকা গাড়িঘোড়া বিলকুল,
মস্ত র্যালির বিরাট রথে,
বিবেকানন্দের ছবি ঢেকেছে ফুল।
গাড়ির চালক ঘোরায় গাড়ি,
সোজা পথ ছেড়ে ধরে ঘুরপথ,
চলমান গাড়ির যাত্রায় দাঁড়ি,
রুটম্যাপ মেনে হাজির র্যালির রথ।
ছোট্ট বিবেক অবাক বিস্ময়ে,
কেন হেন ভিড় ভরপুর সবখানে
বিবেকানন্দের জন্মদিনে তারও যে
আছে কিছু পার্ট স্কুলের ফাংশনে।
লেট হলে কী হবে? স্কুলে যে তার মেলা কাজ,
পৌঁছতে চায় বিবেক স্কুল প্রাঙ্গণে।
এই বিবেকানন্দেরও জন্মাতে হোলো আজ...
পারতো হতে এটা অন্য কোনদিনে!