ঋণী তত হই
ঋণী তত হই


তবু ভালো থেকো ...
বয়েস নিয়েছে রাঙা আবেশের কাল
এখন চুমুতে শর্করা ফুটে ওঠে
বড়ো অসময় ... তবু ভালো থেকো
স্নায়ুকোষে ভরে দিও প্রবলআবেশ
যদি মনে রাখো সঙ্গম যতিহীন
এসব আমিও লিখি ...
হসন্ত লাফ দিয়ে বলে কানে কানে
তোমাকে কোথায় রাখি কোন করতলে ?
শুধু নির্বাসন দিওনা আমায়
এটুকু ভিক্ষে চেয়ে নেবো
সেভাবে বলতে পারিনি জানো
কতো কথা জমা আছে নিলয়ে অলিন্দে
যেভাবে তোমাকে দেখি বিষয়েআশয়ে
জানো না তো ...
কতো ঋণ জমে থাকে গোলাপকাঁটায় !
সুরটুকু থেকে যায় রেশ
ভেঙে যেতে যেতে আবার ফিনিক্স
হলেও মন্দ হতো না জানো
মেখে নিই যদি অমোঘ রক্তপাত
হৃদয় তো পুড়েছে কবেই
বাকীটুকু ..........থাক জমা থাক
ভালোবাসা .....সে কি শ্বাস নেয় ?
চোখ চায় ....এখনো সে খোলস ছাড়ায় ?
এখনো কি উষ্ণতা জাগে বরফিলা ঠোঁটে ?
কোনোকালে নির্বাসনে গেলে
ফাঁকা রেখো বাঁ পাশের রঙিন কোটর
নৈঃশব্দ্যের দিন ফুরোলে গলুইতে খেলা করে
অলীক বর্ণপরিচয়...