প্রতিলিপি
প্রতিলিপি


তবে কি প্রতিলিপি ?
তবে কি অদূর সীমান্তে ছায়াপথ
আর তারাদের বাসভূমি …
অদৃশ্য চাতালে ছড়ানো থাকে
বেগুনি জারুল
তবে কি আড়াল থেকেই নজরবন্দী রাখো
লতাপাতা অমোঘ বাঁধনে ?
এবার তবে বিষাদ আঁচল ছাড়ো
যেতে দাও প্রখর গন্তব্যের দিকে অনায়াস
পড়শি পাঁচিলে রোদ্দুর খুঁটে খায়
বিষন্ন চড়ুই সারা শীতকালে
কার অমৃত ঘ্রাণ ঝরে পড়ে
নবান্নের দেশে
আলপথে জন্মান্তর কিনছে শরীর …আদান-প্রদান
নিজের ভিতরে নিজে
বৃষ্টি হয়ে ঝরে পড়ি
হারাতে হারাতে শিকড়ে রেখেছি
পৃথিবীর সব রাজ্যপাট
জলজ পাথরে চলাচল, শস্যহীন ভুঁই
সম্পর্কের নিভৃতে কোন্ উচ্চারণ থাকে
আর মাত্র কয়েকটা চান্দ্রমাস …
তারপর মরুভূমি না জানুক
অথৈ বৃষ্টি জলে ভিজে যাবে
গাছপালা ঘর গেরস্হালি ….
সুতপা দাশগুপ্ত