রং হীন হোলি
রং হীন হোলি
কখনো রঙে, কখনো রক্তে
হোলি খেলা বারবার,
কখনো আনন্দে মাতোয়ারা,
কখনো শুধুই চিৎকার।
হোলি রাঙিয়ে দেওয়ার উৎসব
যে রং দেহ থেকে যায় মনে,
বসন্তের ছোঁয়া য় একরাশ
খুশি ভরে ওঠে প্রাণে।
রক্তের হোলি নয় আর
তবে হোক হোলি রংহীন
শুধু হৃদয়ের রঙে অপর
হৃদয় যেনো হয় রঙিন।