রক্তের অক্ষরে লেখা হিসেব।
রক্তের অক্ষরে লেখা হিসেব।
একই পরিবারে আজ দুই সহোদর,
একজনের লক্ষ্য শুধু সম্পত্তির আদর।
বিশাল সাম্রাজ্যে চায় সে একার দখল,
অন্যের দাবি শুধু ন্যায্য অংশ সফল।
কর্তার চেয়ারে বসার ছিল যার আশা,
সে তো মানলো না কোনো আপসের ভাষা।
ভাইয়ের সব অধিকার সে করলো খারিজ,
দ্বন্দ্বের শুরু হলো, ভেঙে গেল সব সেতুবন্ধন আজি।
সভাকক্ষে চলল কঠিন আলোচনা,
মান-সম্মান ভুলি, শুধু অর্থের কামনা।
মিথ্যার জালে ফাঁসলো কত শত চুক্তি,
পরিবার ভাঙার সেই পথে নেই কোনো মুক্তি।
দীর্ঘদিন চলল মামলা, শুধু ক্ষোভ আর ক্ষতি,
ফিরে পেতে চাইল তারা নিজেদের স্থিতি।
কিন্তু ক্ষমতালোভী দিল কেবলই ব্যথা,
শুরু হলো তাই আদালতে রক্তক্ষয়ী গাথা।
মিডিয়ার আলোয় বাজল বিতর্কের সুর,
সম্পদের ভাগ নিয়ে চলল কোলাহল দূর-দূর।
আইনের প্যাঁচ, টাকার গর্জন সম,
ন্যায় আর অন্যায়ের যুদ্ধ এই একই রকম।
একজন পরামর্শ দিল, হও নীতিতে অটল,
বলল— সত্যের পথে থাকলেই ফলবে ফল।
শেষ হলো বিচার, দীর্ঘ সেই লড়াই,
জয় এলো সত্যের, কিন্তু হৃদয় ভাঙা চাই।
যে পেল ক্ষমতা, সে তো কেবলই ক্লান্ত,
জয় এনে দিল শুধু নীরব অনন্ত।
সময় দেখালো শেষে— জীবনের মান,
টাকার চেয়ে দামি শুধু সম্পর্কের টান।
