STORYMIRROR

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Inspirational

4  

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Inspirational

‎বিস্ফোরণ!

‎বিস্ফোরণ!

2 mins
0

কারা মোর ঘর ভেঙেছে, স্মরণ আছে সেই দিন,
‎জ্বলন্ত অগ্নিশিখা, পুড়েছে সব ঋণ।
‎তোমরা যারা কেড়েছ সব, ভাঙতে চেয়েছ স্বপ্ন,
‎জেনে রেখো প্রতিবাদের আগুন, তা হবে না ম্রিয়মাণ।
‎বুকের গভীরে জমেছে ক্ষোভ, ক্রোধের আগুন জ্বলে,
‎অন্যায়ের প্রতিবাদে আজ, পৃথিবী প্রকম্পিত করে।

‎​ছিঁড়ে ফেলেছি শিকল যত, ভয়কে করেছি জয়,
‎নতুন দিনের সূর্য উঠবে, ভাঙব সব সংশয়।
‎কারাগারে রেখেছ যত, স্তব্ধ করতে চেয়েছ কণ্ঠ,
‎প্রতিটা কণ্ঠস্বর আজ, হয়ে উঠেছে দিগন্ত।
‎মিথ্যার বেড়া ভেঙে, সত্যের হবে জয়,
‎গণতন্ত্রের হবে জয়, আর হবে না ক্ষয়।

‎​এই যে দেখছ নীরবতা, ভেবো না দুর্বলতা,
‎এ নীরবতা ঝড়ের পূর্বাভাস, আসবেই ক্ষমতা।
‎তোমাদের ঔদ্ধত্য, তোমাদের ছলনা,
‎আর নয় সহ্য করা, থামবে না এ রোনা।
‎প্রতারণার জালে যতই বাঁধতে চাও,
‎মুক্তির আকাঙ্ক্ষা ততই বেড়ে যাবে, যতই আঘাত দাও।

‎​কৃষকের ঘামে ভেজা মাটি, শ্রমিকের ভাঙা হাত,
‎শিক্ষার্থীর স্বপ্নগুলো, সব হয়েছে আঘাত।
‎জাগো হে জনতা, আর ভয় নয়, রুখে দাঁড়াও আজ,
‎অন্যায়ের বিরুদ্ধে জ্বালো, প্রতিবাদের মশাল।
‎এই যে দেখছ ক্ষুদ্র আমি, নই আমি একা,
‎আমার পেছনে আছে, লক্ষ মানুষের রেখা।

‎​রক্তে রঞ্জিত পথ, আজ হবে নতুন ইতিহাস,
‎শোষকের সিংহাসন হবে চূর্ণ, ভাঙবে সব অবিশ্বাস।
‎আমার কণ্ঠস্বর আজ, সবার কণ্ঠের সুর,
‎ভবিষ্যতের পথে আমরা, যাব বহুদূর।
‎প্রজন্ম থেকে প্রজন্মান্তর, এই শিখা জ্বলবে,
‎মুক্তি আর ন্যায়ের তরে, আমরা লড়ব।
‎সত্যের জয় হবেই, আঁধার হবে বিলীন,
‎প্রতিবাদের পতাকা উড়বে, আসবেই সুদিন।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational