STORYMIRROR

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Fantasy Others

4  

মোঃ ফখরুল ইসলাম সাগর।

Fantasy Others

‎ডিজিটাল কফিন।

‎ডিজিটাল কফিন।

2 mins
8

চলে যাবো, কিন্তু রয়ে যাবে ডেটা,

‎অদৃশ্য মেঘে ভাসে আমার বারতা।

‎ইমেলের বাক্সে চাপা শেষ কথাগুলি,

‎ফেসবুকের দেয়ালে স্মৃতিদের ধূলি।

‎পাসওয়ার্ডের ভাঁজে বন্দী ডিজিটাল প্রাণ,

‎কে করবে এখন তার হিসেব নিশান?


‎​ফিটনেস অ্যাপে আঁকা হেঁটে যাওয়া পথ,

‎ক্লাউডে জমা আছে জীবনের রথ।

‎ক্রিপ্টো ওয়ালেটে ঘুমায় গোপন সঞ্চয়,

‎মুছে ফেলার ভার কার উপর রয়?

‎শরীরটা শুধু হলো মাটির আশ্রয়,

‎আমার প্রোফাইল কেন তবু কথা কয়?


‎​কেউ এসে খুঁজবে না আমার আঙুল,

‎খুঁজবে সে শুধু চ্যাট বক্সের ভুল।

‎লিগ্যাসি কন্টাক্ট, সে এক কঠিন বিধান,

‎দেহে মুক্তি হলেও ডেটার নেই ত্রাণ।

‎মৃত্যু যেখানে শুধু একটা 'লগ-আউট',

‎পিছনে ফেলে যাই স্মৃতির বিরাট ফাউল।


‎​মেমোরিয়াল স্ট্যাটাস, নীরবতার ভাষা,

‎এ কেমন স্থায়িত্ব, এ কেমন আশা?

‎স্ক্রল করে চলে যায় নতুনের ভিড়,

‎তবুও পুরাতন ডেটা করে ভিড়।

‎ভার্চুয়াল জগতে আমি এক ছায়া,

‎ডিজিটাল কফিন, এক অনন্ত মায়া।


‎​জীবনের শেষে শুধু একটাই ভয়,

‎অজানা সার্ভারে যেন চিরনিদ্রা হয়।

‎অনুমতি ছিল না কি শেষের সে কাজে?

‎মুছে দাও সব কিছু, মুক্তি পাক আজ এ!

‎যেন ডেটা হয়ে আমি না থাকি আর,

‎প্রকৃত বিলুপ্তি হোক আমার অঙ্গীকার।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy