STORYMIRROR

Anay 49XV1XXA

Classics

3  

Anay 49XV1XXA

Classics

রাক্ষস

রাক্ষস

1 min
601

ওহে নেশাতুর মানব সমাজ 

  ভালোই যে করেছো আজ 

প্রকৃতির টুঁটি চিপে দিয়ে 

  ঘর বেঁধেছ দূষণকে নিয়ে l


তোমাদের যে একটাই কাজ 

উন্নতির ঘোড়ে খুইছো সব লাজ 

কেটে অরণ্য নেই যে আফসোস 

বলো মানুষ কেন হলে নৃশংস রাক্ষস? 

 

গিলেছ কত শত কীট, পাখি ও প্রাণী 

তবু যে ভরেনা উদর হে মহান সর্বজ্ঞানী 

ধোঁয়ার যে বিষ তৈরী করেছ কংক্রিটের

কারাগারে 

কারখানা গড়ে করেছো ছারখার উন্নতি বলো তারে? 


তোমার ঐ ভরা উদর তবু যে কেনো ভরেনা 

প্রকৃতি নিয়ে করো ছেলেখেলা আশ তবু মেটেনা 

সবুজ প্রকৃতি ছিল যে বড় ভালো আজ কেন লাগে বড় ফেকাসে 

ভাবে দেখো মানুষ এখনো আছে সময় গাছ লাগাও ভালোবেসে l


Rate this content
Log in

Similar bengali poem from Classics