শূন্য সব
শূন্য সব
উগ্র জীবন্ত যুগের ধূম্রলিপি জ্বেলেছে অনল
গভীর রাতে;সন্ধ্যা কালে ছিঁড়ে গেছে শেকল
নগ্ন হাতের;মন যমুনার কারাগারে বদ্ধ সব
মায়াবী কাল;আঁচড় কাটে রাত্রি ব্যাপি তারার শব
কালো চাদরের মহাশূন্যে;কালপুরুষ,সপ্তর্ষি আকাশময়
সবই রয়; তবু ঝলসানো জীবনে ভালবাসার অবক্ষয়
ক্রমাগত;জ্বলছে মন,জ্বলছে চিতা বিস্ময় নেই
অন্তরালে; ভাবছি শুধু সঙ্গহীন মানুষের সেই
বেশ্যালয়;জাগিয়ে তোলে উগ্র জন্তু দিনের শেষে
ভোরের আগে;মানুষেই মানুষ খায় স্বপ্নাদেশে অন্য বেশে।
>
বৃষ্টি নেই,সুখ নেই আছে শুধু রুজি রুটির অহংকার
মনের কোণে;অল্প ঘুম শয়ে যায় হয়ে যায় ছারখার
পরিচিত ঘর;বাদুড়ের মত নিশাচর প্রাণী সব দিন
ক্ষুধায় মরে;অন্ন জল বিকিয়ে যাবে সময়ের তিন
কাল পরে;নামবে ঘোর হিমযুগ শীতলস্রোতধারা
পৃথিবীময়; দিকে দিকে মানুষ ক্রন্দনরত মাতৃহারা
ধূলির চর;হবে হবে আবার হবে পৃথিবী হবে শান্ত
ঘর;থাকবে না প্রাণ, থাকবে না গান সবই জ্যান্ত
মাটির পুতুল; সবুজে ঈর্ষা নেইকো ভরসা শূন্য
আধুনিক ভাণ্ডারে;শেকড়,মূল সব নয় অন্য
মানুষ পঁচার ভাগাড়ে।