পূজোর মানে
পূজোর মানে


পূজো মানে বছরের চারটে ছুটির দিন,
পূজো মানে আনন্দ আহ্লাদে কাটে সারা দিন।
পূজো মানে আড্ডা আর গল্প করার দিন,
পূজো মানে যৌবনের স্বপ্ন হয় রঙিন।
পূজো মানে শিশু মনের উৎসাহ কেরামতি,
পূজো মানে প্রথমবার বড় হওয়ার অনুভূতি।
পূজো মানে অফিস কাটার লাগেনা কোন দোহাই,
পূজো মানে বসের কাছে বকা খাওয়ার রেহাই।
পূজো মানে ভূড়িভোজের অঢেল বন্দোবস্ত,
পূজো মানে নতুন পোশাকে সবাই ধোপদুরস্ত।
পূজো মানে মন্ডপ আলো প্রতিমার সাজসজ্জা,
পূজো যে মোদের শরীরের হাড় মাস আর মজ্জা।
বৃদ্ধ বৃদ্ধাদের যত আনন্দ নাতি নাতনির সুখে,
মুখিয়ে থাকে কখন তারা ফিরে গল্প বলবে মুখে।
পূজোর শেষে বিদায়ের সুর করুণ সুরে বাজে,
দুঃখ ভুলে থাকার তরে সবাই ফিরে যায় কাজে।