Avishek Satpathi

Abstract Romance

3  

Avishek Satpathi

Abstract Romance

পুষ্পশর

পুষ্পশর

1 min
9.4K


কার সাথে স্নান করে এলে শেষ বিকালের হলুদ আলোয়?

লাল লাল তামাকের দাগের মতো ঠোঁট ঠিক কতো কাছে?

আমি জানি হরিণের মতো সবুজ দ্রাঘিমাংশ,

ঠিক কোথায় শুরু হয়?


কখন ঘূণধরা আকাশ থেকে সাজানো শুকনো বৃষ্টি নামে?

কফির গন্ধ ভেসে আসা এক একটা আহত রাতে মনে হয় ভালোবাসার রং সবুজ,

ঠিক সেই প্রাচীন ফুসফুসভরা আকাশ, বেত্রবতীর জ্যোৎস্না, পায়রা ডিমের মতো চাঁদ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract