পুনে ডায়েরি
পুনে ডায়েরি
1 min
360
১.
গল্পের মতো দূর্গের সিঁড়ি দিয়ে হাঁটতে থাকি,
কালো পাথরের প্রাকারের ওধারে অন্ধকার:
মুলামুথা নদীর স্রোতের মতোই অবরূদ্ধ শ্রান্ত
সময়ের গতিপথে ভাসে ক্ষত্রিয় গরিমা আবার।
২.
পার্বতীর উচুঁ টিলার থেকে শহরটাকে দেখি নতুন,
প্রাচীন নবীন ছাদের কোনায় ঝিকিমিকি রোদের দাগ|
হলুদ আলোর মালার পাশে লাল আলোর সারি,
ওয়াকড় ব্রিজের ওপাশে দেখি নীল সেহাদ্রীর সোহাগ।
৩.
বুধারপেটের অলস বিছানায় শুয়ে আছে আমার শহর
মনপার ধোঁয়া ধূসর ধূলোয় বাসের ব্যস্ততায় অম্লান।