STORYMIRROR

Avishek Satpathi

Abstract

1  

Avishek Satpathi

Abstract

পুনে ডায়েরি

পুনে ডায়েরি

1 min
360


১.

গল্পের মতো দূর্গের সিঁড়ি দিয়ে হাঁটতে থাকি,

কালো পাথরের প্রাকারের ওধারে অন্ধকার:

মুলামুথা নদীর স্রোতের মতোই অবরূদ্ধ শ্রান্ত

সময়ের গতিপথে ভাসে ক্ষত্রিয় গরিমা আবার।

২.

পার্বতীর উচুঁ টিলার থেকে শহরটাকে দেখি নতুন,

প্রাচীন নবীন ছাদের কোনায় ঝিকিমিকি রোদের দাগ|

হলুদ আলোর মালার পাশে লাল আলোর সারি,

ওয়াকড় ব্রিজের ওপাশে দেখি নীল সেহাদ্রীর সোহাগ।


৩.

বুধারপেটের অলস বিছানায় শুয়ে আছে আমার শহর

মনপার ধোঁয়া ধূসর ধূলোয় বাসের ব্যস্ততায় অম্লান। 


Rate this content
Log in