Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!
Unmask a web of secrets & mystery with our new release, "The Heel" which stands at 7th place on Amazon's Hot new Releases! Grab your copy NOW!

Arup Mitra

Inspirational

1  

Arup Mitra

Inspirational

পুজোর মরশুম

পুজোর মরশুম

1 min
413


পুজো মানে কাশফুল আর

শিউলি ফুলের সারি।

আকাশেতে পেঁজা তুলো

এই ভাব এই আঁড়ি।।


পুজো মানে শুধুই ছুটি-

ছোটদের কাছে,

বলবে না কেউ পড়ার কথা

চলবে শুধুই ছোটাছুটি।।


পুজো মানে তাদের কাছে 

বাড়তি রকম চাপ

হাজার চেষ্টা করেও যারা

পাইনা কোনো কাজ।।


পুজো মানে নিজেকে দেখা

শাড়িতে কেমন লাগে,

তারপরেতে আকাশ কুসুম

ভাবতে ভালো লাগে।।


পুজো মানে নিয়মভাঙ্গার

অলিখিত পারমিশন

দেরী করেও ঢুকলে বাড়ি

নেই কোনো টেনশন।।


পুজো মানে নানান পোজে

শুধুই সেলফি তোলা,

সারাদিন ই বারেবারে

ফেসবুকে তে চোখ।‌।


পুজো মানে কম্পিটিশন

আধুনিকতার যুগে

আমার পুজো স্থান পায়না

আড়ম্বর এর কাছে।।


পুজো মানে চুটিয়ে প্রেম

প্রিয়জনের সাথে,

অন‍্যদিকে, স্মৃতি রোমন্থন

বয়ঃস্কদের কাছে।।


পুজো মানে রেস্টুরেন্টে

বাড়তি রকম ভিড় ,

অন‍্যদিকে,এই খাবার জন্য কিছু মানুষ,

খুঁজছে ডাস্টবিন।।


পুজো মানে আনন্দ তো

ভাগ করে নিলে কি বাড়ে না?

সন্ধি পূজায় 'বলি' দিয়ে

লোভ লালসা তবুও যায় না।।


পুজো মানে মেলামেশা

মোছায় ভেদাভেদ

তবুও দেখি VIPদের 

আলাদা সেই গেট।।


পুজো মানে ঘরে ফেরা

কিছু লোকের কাছে, 

আবার ঘর ছেড়ে ঘুরতে যেতে

কিছু মানুষ ভালোবাসে।


যাদের বাবা মা ছুটি পায়না

পুজোর কটা দিন,

পুজো কি আর তাদের জীবনে

অতটা রঙ্গিন??


পুজো মানেতো 'শুভর'জয়

অশুভ শক্তির কাছে

তবুও দেখি ঘরে বাইরে

অশুভ শক্তিই নাচে।।


যাদের হাতে অর্থ আছে

পুজো শুধুই তাদের

আমার পুজোর বিজয়া হয়

বোধনের‌ই আগে।।


পুজো মানে একেক রকম 

একেক জনের কাছে

জানিনা, সংখ্যালঘু পুজো কবে

সর্বজনীন হবে???


Rate this content
Log in

More bengali poem from Arup Mitra

Similar bengali poem from Inspirational