প্রথম প্রেম
প্রথম প্রেম


প্রথম দেখায় ছিল না আমার
তোমার প্রতি কোনো টান।
পেছন হতে প্রথম তুমিই
ডেকেছিলে ধরে মোর নাম।।
আর কি বলেছিলে-
কিছুই নেই আজ মনে।
জীবনটা চলতে থাকলো
নিজের ছন্দেতে।।
মাঝে মাঝে তোমার সাথে
কলেজে তে দেখা।
আমি ছিলাম কলেজে
তখন ভীষণ একা।।
হঠাৎ একদিন বৃষ্টি এল
কলেজ ফেরার পথে,
তুমি আমি দাঁড়িয়ে ছিলাম
একই জায়গাতে।।
সেদিন তুমি বলেছিলে
অনেক কথা মোরে,
বাড়িতে এসে পড়েছিলাম
আমি তোমার জ্বরে।।
জ্বর ক্রমশ বাড়তে থাকে,
কমতে থাকে ঘুম।
ভাবতে থাকি সারাক্ষনই-
আমি ঠিক না ভুল!!
***