STORYMIRROR

Arup Mitra

Classics

2  

Arup Mitra

Classics

প্রথম প্রেম

প্রথম প্রেম

1 min
693


প্রথম দেখায় ছিল না আমার 

   তোমার প্রতি কোনো টান।

পেছন হতে প্রথম তুমিই  

 ডেকেছিলে ধরে মোর নাম।।

আর কি বলেছিলে-

কিছুই নেই আজ মনে।

জীবনটা চলতে থাকলো

 নিজের ছন্দেতে।।

মাঝে মাঝে তোমার সাথে

 কলেজে তে দেখা।

আমি ছিলাম কলেজে

তখন ভীষণ একা।।

হঠাৎ একদিন বৃষ্টি এল

কলেজ ফেরার পথে,

তুমি আমি দাঁড়িয়ে ছিলাম

এক‌ই জায়গাতে।।

সেদিন তুমি বলেছিলে

অনেক কথা মোরে,

বাড়িতে এসে পড়েছিলাম

আমি তোমার জ্বরে।।

জ্বর ক্রমশ বাড়তে থাকে,

কমতে থাকে ঘুম।

ভাবতে থাকি সারাক্ষন‌ই-

আমি ঠিক না ভুল!!

    ***


Rate this content
Log in

Similar bengali poem from Classics