অবসর
অবসর




সবাই ভুলে যায় ,
সময়ের অবসরে।
খুব প্রিয় জামা -জুতো
সেও ছেড়ে দিতে হবে।।
না বলা কত কথা,
মগজে ভিড় করে।
সময়ের অবসরে
সেসবও যায় ভুলে।।
সব রং ফিকে হয়।
সেও মেনে নিতে হয়!
তার ছেঁড়ে সেতারে,
সময়ের অবসরে।।
না পেয়ে যাকে তুমি,
কেঁদেছো দিনরাত।
সময়ের অবসরে-
তাকেও যাবে ভুলে।।
যদিও কিছু স্মৃতি
অতীতে নিয়ে যাবে
সময়ের অবসরে
সেসবও ছাই হবে।।