পত্ররন্ধ্র
পত্ররন্ধ্র


তোমার নাকি অনেক... আলো প্রথমে... সে কথা কে বলেছিলো! গ্যাসীয় পিণ্ডরা বুঝি। আকাশের তারারা সবাই বুঝি ফেলনা খুব! মূল্য থাকত! আমার বুকে না দিলে ডুব। একমাত্র আমি খুঁজি। ঊষার কথা আমিই তো প্রথম বলেছি ভিজে চুলে গোধূলির আবির জলে যখন তুমি ডুব দিলে! পড়লো নীড়ের খোঁজ। নিজেকে ছাড়া তুমি আর কিছু ভাবতেই পারো না কিন্তু দেখো, আমি তোমায় কোনোদিন পর ভাবি না। ভুলে গেলে সালকসংশ্লেষ! ঠিক যতটা উষ্ণতা পেলে শরীর ঠান্ডা হয়, ঠিক ততটা মাটি না পেলে নিঃশ্বাস থেমে যায়। একা সূর্যের দিনটাই শেষ।