প্রথম আলো
প্রথম আলো
1 min
494
তিলোত্তমা মহানগরীর বুকেই প্রথম আলো দেখা,
ধীরে ধীরে কথার স্ফুরণ, পায়ে পায়ে হাঁটা শেখা;
রেলওয়ে সেন্ট্রাল হসপিটাল বি.আর.সিঙে জন্ম,
শৈশব থেকে জেনেছি শুধু, মানবতাই শ্রেষ্ঠ ধর্ম।
শৈশব, কৈশোর অতিক্রান্ত কোয়ার্টারের কোলে,
উৎসবমুখর বাঙালিয়ানা খুশির তুফান তোলে;
এই অনুভূতির শহরটা জুড়ে ভিড় করে কথকতা,
ভালো থাকুক আমার জন্মস্থান প্রাঞ্জল কলকাতা।