প্রশ্ন
প্রশ্ন


মৌন মিছিল শেষ হলো …..
মোমবাতিগুলো সব নিভে গেলো
কাগজের প্রথম পাতা থেকে
খবরগুলোও ধীরে ধীরে হারিয়ে গেলো
শূন্য চোখে আজ শুধু প্রশ্ন -
আমাকে আবার ভুলে গেলে?
ফেসবুকে প্রতিবাদী কালো মুখ মুছে গেলো
আবার নতুন সুন্দর ডিপি জায়গা পেলো
দুচোখের শূন্যতায় প্রশ্ন ভেসে এলো
বুঝি, পরের বারের অপেক্ষায় রইলে?
আমি হিন্দু, মুসলিম, খ্রিষ্টান
না সাঁওতাল ভীল গাড়ো
কেন তোমরা এই নিয়ে আজ
শুধু মারামারি করো?
শোনো, তোমাদের বলে যাই
আমার কোনো ধর্ম চাই না
কেন এই হীন পাপাচারের প্রতিকার নেই?
আমি কি নির্ভয়ে বাঁচতে পারি না?