STORYMIRROR

Suchis Mitaa

Inspirational

4.7  

Suchis Mitaa

Inspirational

প্রশ্ন

প্রশ্ন

1 min
125


ভালো আছি সব ভালো খারাপের ভিড়ে,

জনগণের এই সমুদ্র তীরে,

বাঁচতে শিখেছি একাকী।।

মেনে নিয়েছি যত ঠিকভুল,

সময়ের গড়া হাতের পুতুল,

কেউ কি নিজেকে চেনো কি??


বিকশিত প্রান ওষ্ঠাগত..

বিলম্বিত শ্বাস বহিরাগত..

বেলা যায় শেষে অস্তমিত..

জীবন সূর্য অস্তাচল ।।

সময় চলে বিকট বল্!

শেষ হয়না হলাহল!

জনগণের সব কোলাহল..

মনে হয় যেন আর্তনাদ!!

বন্ধ ঘরে মন বিষাদ..

বদ্ধ পাগল উন্মাদ..

মাথার উপর টলছে ছাদ..

যায় যায় যায় প্রান সবার।।

কি আছে আর হারাবার?

জ্বলছে শত সহস্র হাজার..

চিতার সারি জানো কি?


কেউ কি নিজেকে চেনো কি??

কি?

চেনো কি??


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational