লক্ ডাউন
লক্ ডাউন


মানুষ ..আজ খাঁচায় বন্দী
একাকীত্ব যার ছায়াসঙ্গী।
ঝাঁ চকচকে জীবন থেকে রিক্ত হয়েছে
সময় আজ তাকে একা বাঁচতে শিখিয়েছে।
জীবনের ইঁদুরদৌড়ে নেমেছিল তারা..
কাকে টপকে কে এগোবে ভাবছিল যারা..
সবাই
আজ একসাথে একজোটে একভাবে বন্দী
"গৃহবন্দী"
সাথে থেকো, পাশে থেকো ,মানসিকভাবে..
দূরত্ব রাখো, খেয়াল রাখো ,আন্তরিকভাবে..
শেষে যেন বলতে পারি..
ঐক্য মানবিকতার "জয় হোক"।
সুস্থ মানসিকতার "জয় হোক"।