পরম আশ্রম
পরম আশ্রম
সানু বাবুর দুটি ছেলে পড়াশুনায় দারুন,
সারাদিন অফিসেতে শুধু ছেলের গুনগান।
সবাই বলে সানুবাবুর চিন্তা কিছু নাই,
দুটি ছেলে রাখবে সুখে আর কি তেমন চাই
তপু বাবুর একটি মেয়ে, পড়ায় মাঝামাঝি
সানুবাবু বলে তপু আমি কষ্ট তোর বুঝি,
মেয়ের বিয়ের পরে শেষ বয়সে শুধুই
তোরা দুজন, কে কাকে দেখবে বল অসুখ
হলে তখন
তপুবাবু হেসে বলে আমি চিন্তা করি কম
দেখা যাবে সময় এলে আর আছে বৃদ্ধাশ্রম
অবসরের পরে আবার দেখা হলো তাদের
সানু বাবু থাকতে এলেন সঙ্গে বড়ো ছেলের
বাবা যেনো ভালো থাকে ব্যস্ত রাখে মন
তাই তপুবাবুর মেয়ে গড়ে এই বৃদ্ধাশ্রম।
সকালবেলা গাড়ি করে আসে মেয়ের সাথে
সন্ধ্যাবেলা বাড়ি ফেরে নিজের পরিবারে।
