প্রিয়বাবু -স্নেহাশীষ
প্রিয়বাবু -স্নেহাশীষ
ছিল এক বড়বাবু
আমাদের গাঁয়েতে,
চাই রোজ গলদা
এক কাপ চায়েতে;
তিনখানা বউ তার
পাঁচতলা বাড়ি,
বউগুলো হেঁটে চলে
জমিদার গাড়ি।
লোক খুবই ভালো তিনি
দশখানা সন্তান,
চারখানা বিদেশেতে
পাচঁখানা মদ খান,
একখানা কোপ মারে
বুঝে নিয়ে সুযোগ,
জমিখানা পেয়ে গেলে
সেও করে ভোগ।
কর নেন দুইবেলা
লালখাতা মেপে,
ঋণ নিয়ে দেরি হলে
বধেন ক্ষেপে।
তিনবেলা ভাত খান
ঘি দিয়ে রুটি,
পাঁচগাঁ তাকায় শুধু
যদি দেয় দুটি।
শোবার আগে খান
দুধ-কলা চটকে,
নজর দিলেই কেও
ঘাড় দেন মটকে।
খুব প্রিয় বাবু তিনি
আমি কর্মচারী এক,
প্রতিবাদ হবে কেন!
চুপচাপ ন্যায় দেখ্।
