STORYMIRROR

Snehasis Dutta

Abstract Inspirational Others

3  

Snehasis Dutta

Abstract Inspirational Others

বিজয়ের ফর্মুলা -স্নেহাশীষ

বিজয়ের ফর্মুলা -স্নেহাশীষ

1 min
205

অক্ষিকুটে একফোঁটা

 লাল রক্ত ফেলে দাও;

দেখবে তুমি অন্ধ হয়েছো

পতাকা দেখতে পাচ্ছ

দেখতে পাচ্ছ মিলিটারি,

    চাষি, পার্টি,

তবুও তুমি অন্ধই হয়েছ।

ঠোঁটের মধ্যে ব্যালেট পাপেরটাকে 

একটু দৃঢ়ভাবে চেপে ধরো

দেখবে তোমার সিগারেটের নেশা 

      আর নেই।

ধর্মের নামাবলি গায়ে জড়িয়ে

   রাস্তায় বেরিয়ে যাও

সংরক্ষণের অজুহাতে,তুমি,

হত্যালীলা চালাও;

দেখবে রাষ্ট্র তোমায় 

অমরত্ব প্রদান করেছে।

যদি যোগ্যতা থাকে 

ধর্ষণ বা খুনের অধিকার তোমারও।

যদি যোগ্যতা থাকে তাহলে চাকুরিও।

বিশ্বকে তৃতীয় আর শতাব্দীকে

 একবিংশ বলে তুমি ঘুমিয়ে পড়ো

দেখবে ওঠামাত্র তুমি দেবতা হয়েছো।

কলমকে ছুঁড়ে ফেলা শুরু কর

শিলচর থেকে,কেরল থেকে,

   বাংলা থেকে।

এইভাবে সমস্ত কলম ছুড়ে ফেলো

   ভারতবর্ষ থেকে।

দেখবে,তোমার ও অন্যায়ের জয় নিশ্চিত,সুনিশ্চিত,চিরনিশ্চিত।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract