প্রেমের চিঠি
প্রেমের চিঠি


বহুদিন ধরে মনে মনে ছিল এই বাসনা,
তোমায় জানাতে ঠিক সাহস হলো না।
হয়তো ভাববে সেকেলে!
হঠাৎ চিঠি লিখেছি বলে।
খাঁটি এই মনে জেনো নেই কোনো ছলনা।
যেদিন থেকে তোমার আমার হয়েছে দেখা,
তুমি না থাকলে পাশে মনে হয় বড়ই একা।
তাই তো ভালোবাসায় মেতে;
আজকে এই প্রপোজ ডে'তে,
জানতে চাই,'তুমি হবে আমার প্রাণসখা?'
ভালোবাসবো সারাজীবন তুমি মিলিয়ে নিও।
থাকবো পাশে তোমার,যদি না থাকে আর কেউ।
যদি নাই ভালোবাসো তবু
বন্ধুত্বটা ভুলো না কভু,
থাকবে তুমিই মন মাঝে শুধু চিঠির উত্তরটা দিও।