সুগন্ধ স্নিগ্ধ প্রাণ
সুগন্ধ স্নিগ্ধ প্রাণ

1 min

398
আজি এই শুভ দিনে, বসন্ত আগমনের ক্ষণে,
সুগন্ধে স্নিগ্ধ হোক প্রাণ।
মুছে যাক গ্লানি যত, পেরিয়ে বাধা শত শত,
ঘুচে যাক সকল অভিমান।
ঠিক গোলাপেরই মতো, প্রস্ফুটিত হোক ইচ্ছে যত,
ভালোবাসার সুরে সুরে।
সৌন্দর্য পাপড়ি মেলুক, প্রেমের সুধা প্রাণে ঢালুক,
সুগন্ধ আজ হৃদয় জুড়ে।
জীবনে গোলাপের মতোই, তাতে থাকুক কাঁটা যতই,
বাধা সকল করব অতিক্রম।
হাতে তোমার হাতটি রেখো, তুমি শুধু পাশে থেকো,
সব যুদ্ধ জয়ে হব সক্ষম।
একসাথে এই চলার পথে, গোলাপেরই গন্ধে মেতে,
মোরা রইব পাশাপাশি।
অজানা এই পথের শেষে, হাতটি ধরে মুচকি হেসে
বলে যাবো ভালোবাসি।