STORYMIRROR

Nurul Islam

Abstract Fantasy Others

3  

Nurul Islam

Abstract Fantasy Others

প্রেমের অগ্নিস্নায়ু

প্রেমের অগ্নিস্নায়ু

1 min
127

আমি তোমার জন্য একটি দুনিয়া ভরের সুখী,

আমার প্রেমের ঝর্ণাধার তুমি যে ব্যবহার করো সদা স্মরণীয়।

তুমি হাসতে পারো আর তোমার হাসি আমার হৃদয়ের কাছে উঠে,

তুমি যখন রুদ্ধ হও আমার জীবনের বিপরীতে স্বচ্ছন্দ স্মৃতি মাত্র থাকে।

আমি চাই সারাটি জীবন তোমাকে প্রতিদিন নতুন ভাবে প্রেম করতে,

আমার প্রেমের অগ্নিস্নায়ু তুমি যখন ধরে রাখো তখন একটি অদ্ভুত প্রতিফলন মিলে।

তুমি কখনও হারাতে পারবে না আমার জীবনের প্রেমের সাগরে,

আমি চাই সবসময় তুমি একটি ভুলের মতো হৃদয়ে বসে রই।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract