প্রেম প্রস্তাব
প্রেম প্রস্তাব


আজ যত অপেক্ষাদের দিলাম ছুটি ,
এবার তারা বাঁচবে হাঁফ ছেড়ে ।
কালচক্রের বিরামশেষে আজ পরিণামের দিন ।
বহু জল্পনা কল্পনা শেষে মুখোমুখি
সহস্র বাস্তবতার সাথে আকাশপ্রমাণ স্বপ্ন ।
কী পাবে তারা অপরের কাছ হতে ?
ওরা কি তবে শেষ সিদ্ধান্তেই মেটাবে অস্তিত্ব ?
অগোছালো দুনিয়াটা কি যত্নে যাবে ভেঙ্গে
নাকি একাকার হয়ে যাবে মায়া ও সতর্ক জগৎ ?
এতদিন তিল তিল গড়া গল্পে সমাপ্তি আসবে
বা নতুন অধ্যায় লেখা হবে তার - জানিনা ;
তবুও জোর করেই অপেক্ষাদের দিলাম ছুটি ।