STORYMIRROR

Sipra Debnath

Abstract Action

3  

Sipra Debnath

Abstract Action

প্রেম আমার মিথ্যে না

প্রেম আমার মিথ্যে না

1 min
339


মিথ্যের সাথে করি ঘর

মিথ্যের সাথে সহবাস

জীবনটাই হয়ে গেল মিথ্যে

 মিথ্যে হল সকল আশ।

 প্রেম আমার পরাজিত

ভালোবাসা অবিশ্বস্ত

জয়জয়কার হোক তোমার

তোমার প্রেমে থাকুক জুড়ে বিশ্ব চরাচর।

হৃদয়ে লভেছি যে প্রেম

থাকুক গভীরে হয়ে ঘুম

 চাইনা জানুক আর অন্য কেউ

আমার আমিই জানবো শুধু

 অনেক ভালো সেও।

 যে আঘাতে হয়েছে 

 হৃদয় গভীরে ক্ষত

ঝরুক সেথা হতে 

রক্তবৃষ্টি অবিরত

চাইনা মলম চাই তীব্র যন্ত্রণা

যতোই ছটফট করব ততোই 

জানবো আমার প্রেম মিথ্যে না।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract