প্রার্থনা
প্রার্থনা


আর কতকাল শমনধ্বজা উড়িবে ভারতচক্রে ?
সরল জীবন চলমান ছিলো , কেন মিশিলো বক্রে ?
শঙ্কাজাহাজ ভিড়িছে হেথায় সকল মনবন্দরে ,
তপ্তশ্বাস মাগিছে স্বস্তি বসিয়া কেবলই অন্দরে ।
ঈশের নিকট বলিয়া চলি শক্তি দিও মনের ভিতর ,
পৃথক যেন থাকিতে পারি সে যতই হোক সে মিতর ।
কঠিন প্রহর , জিতিব লড়াই ঠিক , যেমন আর সব ,
শুধু ধৈর্য্য চাই , স্থৈর্য্য চাই নিখুঁত , হে দেশমানব ।
আর কতকাল বন্দী রহিবে যাহারা শ্রম বেচিয়া খায় ?
প্রার্থনা শুধু এইটুকু যেন এ ভাইরাস চলিয়া যায় ।