স্কুল ছুটির ঘন্টা
স্কুল ছুটির ঘন্টা
শেষ যেদিন ঢংঢং করে স্কুলের ঘন্টা বাজছিল,
সেদিন মনে হচ্ছিল কি যেন হারালাম,কি যেন নেই,
কি যেন একটা নেই!
কাছের বন্ধুগুলো সব কেঁদেছিলো খুব।
কিন্তু আমি সেদিন কিছুই বুঝে উঠিনি!
অথচ আজ স্কুল বারান্দায় পা ফেলে,
আমি কিন্তু ঠিক বুঝে গেছি!
সেদিনের এই স্কুল বারান্দার আমি,
আর আজকের আমিতে কতো বেশি তফাৎ!
স্কুলের বারান্দা ছেড়ে যাবার পর,
ঘন্টার প্রতি প্রতিধ্বনিতে বদলেছি আমি,
বদলে গিয়েছি আমরা সবাই!
ঘন্টার প্রতিটি শব্দের সাথে শৈশব থেকে দূরে সরেছি আমরা।
তখন ক্লাস না থাকায় ভুলে গেছি ক্লাস পালানোর সেই রাজ্যজয়ী আনন্দ।
শেষ যেদিন ঘন্টা বেজেছিল,
আমি কিছুই বুঝে উঠিনি!
বুঝে উঠিনি,প্রিয় শৈশব ছেড়ে যাচ্ছি!
শেষ বারের মতো! আমার প্রিয় স্কুল বারান্দায়।।।
