তোমার অভাবটা
তোমার অভাবটা
তোমার অভাবটা আমাকে রাতের মতো নিঃসঙ্গ করছে।
বাতাসে অন্ধকারে গন্ধ ভেদ করে।
ছুটে আসে কোথা থেকে
সব সম্পর্ক ছিঁড়ে
পাতার ঝড়ে যাওয়ার শব্দ।
এ সুন্দর পৃথিবীতে মরণকে বড় ভয় পাই।
কিন্তু তাকে এড়াবার আগ্রহ আজ আর নাই।
তোমার অভাবটা আজ বড় টের পাই।
জোনাকির আলো নিভে গেলে
অন্ধকারের কি বা যায় আসে।
আমার মরণটা হয়তো বেঁচে থাকবে, তোমার ছিঁটে ফোঁটা দীর্ঘশ্বাস।
আত্মহত্যা করছি না আমি মোটেও।
মরণ হয়ে আমার স্বপ্ন গুলোর অনেক আগেই।
আমি তো শুধু স্মৃতি সৌধ।
বেঁচে আছি বোধহয়,
হৃদয় তো কাঁপে এখনো
দীঘি ঢেউ মতন, ক্ষনে ক্ষনে।
তোমার অভাবটা আমাকে কাঁদায়।
কাঁদি মনে মনে।
