STORYMIRROR

Kaustav Roy

Abstract Others

3  

Kaustav Roy

Abstract Others

ফসিল

ফসিল

1 min
13K


বিকেল শেষে বৃষ্টি এলো। রাস্তা ভিজে।

যে সব কবিতা ছাতা মাথায় দিয়ে পেড়িয়ে যফাঁকা বাসস্টপ-

তাদের আর ছোঁয়া হলো না কোনোদিন।পৃথিবীতে আজকাল মানুষ আর সুবিধার প্রাণী নয়।

তাই বাবাদের শরীরে ক্রমশ জমা হয় সভ্যতার বিষ।প্রেমিকার হাসির শব্দে আর সকালের ঘুম ভাঙে না।

বোনেরা আজকাল দাদাদের সাথে কাটানো মুহূর্ত গুলো ভুলে গিয়ে ফ্ল্যাট বাড়ি আর জমির জন্য কোর্টে যায়।

এই সবের মধ্যেও কয়েকটা কবিতা ট্রেন ধরবে বলে ভিজতে থাকে।

দিনের শেষে সবাই সেই ট্রেনে বাড়ি ফেরে সারাদিন নিজের স্বার্থ বজায় রেখে।

সম্পর্ক নামক প্রাণীটা ক্রমশ জীবাশ্ম হয়ে যেতে থাকে



Rate this content
Log in