ফিরে ফিরে কেন আসে না
ফিরে ফিরে কেন আসে না
কে বেঁধে রেখেছিল বল? শৃংখল বেঁধে ছিলো পায়ে?
সে শৃংখল চাবি ত তোমারই হাতে।
সেটা খুলে যেতেই পারতে,
থাকতে চাইলে থাকতে।
কে বাধা দিত তোমায়?
ইচ্চে হলেই কি চলে যেতে হয়?
এভাবে কেউ চলে যায়?
হিসাব নিকাশ তো থাকতেই পারে,
কতদিনের জানাশোনা, দেনাপাওনা থাকতেই পারে,
কফিনের পাশে দেখনা,
পরিবার, পরিজন কত করে ক্ষমা চায়,
দেনা পাওনা মিটাতে চায়।
তুমি চাইলে কই?
আমি পাব নাকি তুমি পাবে ,
মুখোমুখি বসতাম, হিসেবে হিসেবে কষতাম।
তা হলে আজ কি বলতাম?
তোমার চিঠি গুলো দেখছ, চোখের জলে ভাসছে,
যেতে যেতে বললে, কফিনে গুজে দিতাম।
চিঠি গুলো বড্ড এতিম করেছ পাঠিয়ে দিতাম তোমায়,
তুমি ত চলে গেছ,নেই আগের ঠিকানায়।
যেতে যেতে ত কতজনে বলে, চোখের জলে বিদায় নেয়,
ভেবেছ আমি কাদতাম?
কখনো নয়,সেটা ভুলে গেছি আমি।
বিদায়ের বেলা ত কিছু কথা হতো, কিছুটা পথ না হয় এগিয়ে দিতাম।
রাত্রি জেগোনা, ঘুমাতে যাও এখন, কিছু কথা রোজ রোজ বলতে,
যেতে যেতে না হয়,শেষ বার বলতে।
এভাবে কি কেউ চলে যায়?
কিছু কথা ত৷ জমে ছিলাম শেষবার বলব,
নতুন ঠিকানা টা বেশ জানাতে পারতে,
দেখতে যেতাম? খবর নিতাম?
কখনো না।
তুমি যে আছ সেখানে, শুধু মন কে বোজাতাম।
