STORYMIRROR

Manab Mondal

Abstract Comedy

3  

Manab Mondal

Abstract Comedy

পেত্নীর বিয়ে

পেত্নীর বিয়ে

1 min
365

সকাল বেলায় খবরের কাগজ দেখে

উঠলাম আমি লাফিয়ে।

আজ নাকি এ পাড়ায় হবে ভুতের বিয়ে।

এতোদিন পর , তাহলে শাকচুন্নি পেলো বর?

মুস্কিল তবে আছে একটা

পাত্র নাকি ছিলো স্কন্ধকাটা, 

কাল রাতে বেচ্যেলর পার্টি করতে গিয়ে।

মুন্ডটা ব্যাটা ফেলেছে হারিয়ে।

সবাই ডুবেছে চিন্তায় তাই

কি করে হবে মালা বদলটা ভাই।

কেউ বলছে ব্যেচ্যেলর ছেলের মুন্ড চাই।

এ পাড়ায় তো আমিই এক মাত্র ব্যেচ্যেলর ।

তাই সকাল থেকে করছে আমার বুক ধড়ফড়।

গেয়ে এসেছে জ্বর।

তাই এখন বাই

কথা হবে কাল সকালে বেঁচে থাকলে পর 

যাইহোক হতে চাই না , সুন্দরী পেত্নীর বরং।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract