পবিত্র ঈদ
পবিত্র ঈদ
রোজা করে প্রতিটি মুসলমান ঘরে
মিলন মেলা ঈদ তার এক মাস পরে।
চারিদিক ঝিকমিক আর খুশি ভাই
সকল মনে আনন্দ খুশির ঠিকানা নাই।
ঈদের চাঁদ উঁকি দেয় সকল মনের কোণে
গুনগুন আনন্দের ধুন বাজে সকল প্রাণে।
গন্ধ ছড়ায় বাড়ি বাড়ি তৈরি নানান খাবার
মাসি পিসি ছেলেবুড়ো পড়ে নতুন কাপড়।
ধনী দরিদ্র উচ্চা নীচ নাই যে ভেদাভেদ
এক সারিতে বসে সবাই করে নামাজ পাঠ।
সবার মনে একই ভাব একই দোয়া করে
আল্লাহ যেন রহম করে দোয়া কবুল করে।
নামাজ শেষে উঠে এসে কোলাকুলি করে
মন গুলোতে ভালবাসার ঢেউ আছড়ে পড়ে।
বাড়ি ফিরে জবাই হবে করবে আনন্দ
রান্না হবে সেই গোস্ততে কোরমা বিরিয়ানি সমস্ত ।
সবশেষে সবাই মিলে করবে রবের শুকর
তার ইচ্ছেতেই ভালো-মন্দ সবই ঘটে জীবনের।
পবিত্র ঈদ শিক্ষা দেয় ত্যাগের মানবতার
সবার মাঝে নিজেকে বিলোবে এই ইচ্ছা তাহার।
