পাশ-ফেল
পাশ-ফেল


জীবন জুড়ে পরীক্ষা চলে!
আর তারপরেই আসে পাশ ফেল!
আমার ভালো লাগেনা মোটে,
আমি ভালবাসিনা ওটা,
তবু হারতে হারতে চলে,
অনেকটা বেঁচে ওঠা!!
আমি জিততে শিখিনি আজও!
তাই হারাতেই খুশি থাকি!
যদি সংশয় থাকে মনে
তবে দরাজ কণ্ঠে ডাকি,
পাশ করতেই হবে যারা ভাবে
তাদের নীরবে এড়িয়ে থাকি।