ওরে আমার প্রাণের বন্ধু
ওরে আমার প্রাণের বন্ধু


কখন হৃদয় নিলো কেড়ে,
তোর মন মাতানো ভাক।
আমায় দেখে লেজ নেড়ে,
কখন লাগিয়ে দিলি তাক।
সেলাম তোকে গোলাম,
তুই যতই ফাটাস গলা।
আমি আজ তোরই হলাম,
ওরে সরল ওরে অবলা।
তোকে করি আদরযত্ন,
তোকে দিই প্রসাদ পূজার।
আমার হীরে-মানিক-রত্ন,
তোর জন্য হৃদয় উজাড়।
আমার বাড়ির চারধারে,
দিস সদাসতর্ক টহল।
তোর জন্য যমুনার পারে,
আর একটা তাজমহল।
আমার হৃদয় কেবল তোকে,
ওরে তোর জন্য ভোলা মন,
যা বলে বলুক বাজে লোকে,
তুই শুধু আমার আপনজন।