STORYMIRROR

Supratik Sen

Drama

5.0  

Supratik Sen

Drama

ওঁমের প্রেমে মজেছে যে মন

ওঁমের প্রেমে মজেছে যে মন

1 min
1.6K


ওঁমের প্রেমে মজেছে যে মন

সেই ভালবাসায় আছি ভেসে

দুঃখ পালায় এক নিমেষে

মগন হয়ে রই হে সারাক্ষণ

ওঁমের প্রেমে মজেছে যে মন।


ওঁমের ছলেই ও মা বলি

খেপার মত খুঁজে মরি

বন বাদাড় আর অলি গলি

খেলেন ত মা লুকোচুরি

ক্ষনিক ধরা দিলেই

ভেজে রে দু নয়ন

ওঁমের প্রেমে মজেছে যে মন।


কখনো ওঁ মেয়ে হয়ে

জড়িয়ে ধরে নেচে গেয়ে

আমি দুলি তারই সুরে তালে

ওঁমে চড়ে ঘুরে আসি

সকল তীর্থ কাশি বৃন্দাবন

ওঁমের প্রেমে মজেছে যে মন।


একবার আঁধার দেখি

তার এলো চুলে

আবার এক পলকেই পর্দা তুলে

দেন যে তিনি চোখটি খুলে

অবাক পানে দেখি চেয়ে

দুহাত তুলে বিভোর হয়ে

ও মা সে কি আলোর নাচন

ওঁমের প্রেমে মজেছে যে মন।


Rate this content
Log in

Similar bengali poem from Drama