ওহে ধর্ষক
ওহে ধর্ষক


ওহে ধর্ষক
যার গর্ভে ছিলে দশ মাস দশ দিন,
যে শরীরের কষ্ট ভুলেছিলো
তোমার কচি মুখটা দেখার আশায়,
সেও একজন নারী
যৌনতার সুখের খোঁজে
যার যোনী ছিন্ন ভিন্ন করেছ,
যার জীবনের শেষে একটা
দাঁড়ি টেনেছ, সেও এক নারী।
নারী বলতে তুমি বোঝো
শুধু একটা মেয়েলি শরীর,
যার যন্ত্রণার চিৎকারে
তোমার যৌণ ক্ষুধা আরো বাড়ে,
যার অবসন্ন দেহটা দেখে,
তৃপ্তি পাও, সেই নারী আছে তোমার ঘরেই
মা হয়ে বা তোমার মেয়ে হয়েই।