STORYMIRROR

Supratik Sen

Fantasy

2  

Supratik Sen

Fantasy

ওহে বনলতা

ওহে বনলতা

1 min
16.8K


ওহে বনলতা

তোমাকে স্বাগত জানায় দেখ

তোমারি কলকাতা

ছোট্ট শিশুটি ফুটফুটে শ্বাস

নিয়েছিল যে মাটির বুকে

রূদ্ধ করা সংসারের গ্রাস

চাপা ছিল এতদিন অন্ধকারে, নিদারুণ দুঃখে

তোমার শহর থেকে কাল হরণ করেছিল তোমায়

তার ক্ষুদ্র হিংসুটে প্রয়োজনে

আজ তোমারি জন্যে

সেই মহাকাল, হার মেনে

ফিরিয়ে দিচ্ছে দেখ, তোমারি আদরের আলয়ে

সমুদ্রের ঢেউয়ের মত পূর্ণ সচেতনে

তোমার অতি পরিচিত মহানগরের আলোয়

প্রাণ খোলা আকাশে, বাতাসে বিশ্বাস নিয়ে

তাই উন্মুক্ত কর নতুন সবুজ পাতা

লেখ এবার তোমার নবজন্মের কবিতা

ওহে মহিয়সী, ওহে বিদূষী, ওহে মেয়ে

ওহে কালজয়ী নাটোরের আহ্লাদি বনলতা

তোমাকে স্বাগত জানায় দেখ

তোমারি সতেজ, প্রাণবন্ত কলকাতা।

অনেক বছর পর, একটি আদূরে, আহ্লাদি মেয়ে তার বহু পূরাতন শহরে ফিরছে। তার এই ফেরার আনন্দে কবিতাটি লেখা হ’ল।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy