Adrija Poddar

Tragedy

3  

Adrija Poddar

Tragedy

ও মহাশয় ! শোনো এবার !

ও মহাশয় ! শোনো এবার !

1 min
229


কঙ্কাল নইগো আমি মহাশয়।

আমারও আছে একটা মন ।

হয়তো অতো লোককে বলে বশীভূত করার আগ্রহ নেই ।

নিজের মতো বাঁচতে চাই। 

কিন্তু তার মানে কি এই যে তুমি করে নিয়েছ আমার ওপর অধিকার জয়?

অত্যাচার? তা আমার হৃদয়ের অভিধানে নেই গো!

তোমাকে ধ্বংস করার কোনো ইচ্ছা নেই , 

কিন্তু তোমার সাথে এক হয়ে চলায় আমি রাজি । 

বস্ত্রে মাখানো সেই অহংকারের ধুলো , 

দিনে দিনে আরো কালো কেন হয়ে যাচ্ছে বলো তো ?

কিসের অভিমান এত তোমার ?

রাগ থাকলে হয়া তো উচিত আমার, দিনের পর দিন নির্যাতিত হয়েছি আমি !

তবুও করে দিয়েছি তোমায় ক্ষমা !

আমি মানসিক ও আর্থিক দিক থেকে সমৃদ্ধ বটে , 

কিন্তু তাতে তোমার এত জ্বালা কিসের ?

নিজের মুকুট টা খোল , ওটা আর তোমার নয় 

মানুষ হয়ে ওঠো!

আমি দুর্বল ? তা তোমায় কে বলেছে ভাগা?

নিজের তুলি দিয়ে রচনা করো মনুষত্ব , ঘৃণা ও দ্বেষ দূষণকারী, তা আর একনা।

সূর্যমুখী হও , রোদের বাধা বিঘ্নর সাথে করো লড়াই ।

কিন্তু হয়োনা তুমি গোলাপ , কাটা দিয়ে নিজের মনুষত্ব কে করোনা ছিন্ন ভিন্ন । 

আর তুমিও নও গো সবল , মানুষ হয়ে ওঠার আগে ।


Rate this content
Log in