ন্যায় বিচার
ন্যায় বিচার
যেদিকে এগোতে চাই আগুনের লাগে ছোঁয়া,
তপ্ত সূর্য্য, আগুনের গোলা, পুড়ে ছাই হলো হিয়া |
চোখের দৃষ্টি, মুখের ভাষা, বদলে গিয়েছে দেখি;
সবই কপট, দুঃশ্চরিত্র, লালসা, কামনা - একি ?
এখনও বেঁচে মানব সমাজ, বদলাতে পারে দিশা;
ভরসা রেখো তাদের ওপর, ভাঙবে শরীরের নেশা |
দু'চারজনই বিকৃতমনা, ভোগ্য বস্তু ভাবে;
ক্রোধের দাঁড়িতে মেপো না সবারে, ন্যায় তো রয়েছে ভবে |
আমরা তোমাদের আশ্বাস দিই, শোনাই অভয় বাণী;
বিচারের ম্যাও ঝুলির বাহিরে, কামাতুরে অসি হানি |
তোমাকে যারা নোংরা করেছে, ক্ষমা নাই তার তরে;
বিচারের বাণী কাঁদিবে না আর, শাস্তির খাঁড়া ঘাড়ে |
