STORYMIRROR

Manab Mondal

Abstract Inspirational

4  

Manab Mondal

Abstract Inspirational

নতুন দিনের স্বপ্ন

নতুন দিনের স্বপ্ন

1 min
339


জীবনটা আজ অসহায় রাত্রি 

একা লড়াইটা বড় কঠিন

 ধর্ষিত মূল্যবোধকে

টেনে নিয়ে যাচ্ছে মৃত অন্ধকারে ।

সংবাদ পত্রের খবর গুলো আঁচড়ে

ক্ষতবিক্ষত করছে হৃদয় চেতনাকে 

 শব্দহীন হয়ে যাচ্ছে কবিতারা।

    

তবুও সুখে আছে যারা – থাক,

এ শহর আজো জলসা চলে।

অন্ধকার গলি পথে রঙ মাখা ঠোঁট

 ইশারায় ডাকে আমাকে তোমাকে 

ভুলো না ও অন্ধকারে দাঁড়ানোর আগে 

মেয়েটা ছিলো আমাদের কারো ঘরে।


সইতে সইতে সয়ে গেছে সব।

গনতন্ত্রের নাটক দেখচ্ছি হয়ে নিরব।

ছিটে ফোঁটা নিয়ে সন্তুষ্ট 

ভয়ে ভয়ে দূরে থাকি,

শিয়াল হায়নারা চালায় লড়াই

করবে ওরা আমদের ভাগাভাগি,


তবুও আশায় বুক বাঁধি বারে বারে।

নিয়মেরও চাকা ঘোরে, অন্ধকারের শেষে

একদিন আমাদের পৌঁছাবো স্বপ্নের দেশে।

যেখান ভুলবো সব লাঞ্ছনার ইতিহাস।

একটা দীর্ঘশ্বাসে ,,,,,


Rate this content
Log in

Similar bengali poem from Abstract