নতুন আলো
নতুন আলো


হাজার মানুষের ভিড়ে হারিয়ে গেছিলাম কোনও একসময়,
হারিয়ে গেছিলাম অর্থহীন এই শহরে------
মেঘেদের ভিড়ে, শেষ বিকেলের সূর্য ডোবা অন্ধকারে,
এরপর কেটে গেছে বহুকাল-------
আমি আর নেই,সেই আগের মতো,
মনের গহীনে কত সাধ শাখা মেলে অজান্তেই গড়ে ওঠে নতুন সম্পর্কে,
জীবনটাই যে মস্ত বড় পাওয়া,মৃত্যুর আগের মূহুর্ত অবধি ছিলো অজানা.!